নবীজীর (স.) সাথে গিরগিটির আশ্চর্য কথোপকথন! - মাওলানা তারিক জামিল (বাংলা সাবটাইটেল সহ)
এক লোক গিরগিটি স্বীকার করে আসছিল।গিরগিট সাধারণত হাতের সমান লম্বা হয়ে থাকে।দেখতে টিকটিকির মত হয় কিন্তু টিকটিকির থেকে ১০ থেকে ২০ গুণ বড় হয়।গিরগিটি একটি ভয়াবহ জানোয়ার।এটি সাধারণত জঙ্গল বা মরুভূমিতে বসবাস করে।জাহেলিয়াতের যুগে আরবরা এটি খেত।এক গ্রাম্য লোক গিরগিটির স্বীকার করে যাচ্ছিল, তারা আল্লাহর রসূলের (স.) মজলিসের দিকে নজর পড়লে, তখন সে সেখানে গিয়ে বলল, "তুমি সেই ব্যক্তি যে কিনা বলে আমি আল্লাহর নবী?"
নবীজী (স.) বললেন, "হ্যাঁ। আমি সেই ব্যক্তি যে, কিনা বলে আমি আল্লাহর নবী (স.)।"
সেই ব্যক্তি মৃত গিরগিটি দড়ি থেকে খুলে নবীজির (স.) সামনে উড়িয়ে ফেলে বলল, "যদি এই গিরগিটি বলে, তুমি আল্লাহর নবী (স.) তাহলে তোমাকে আল্লাহর নবী মানবো, না হলে মানবো না।"
সেই ব্যক্তি অহংকারের সাথে দাঁড়িয়ে গেলো মনে মনে ভাবল, "মানুষইতো বলে না জানোয়ার কিভাবে বলবে?"
গিরগিট নবীজির (স.) সামনে মৃত অবস্থায় পড়ে ছিল, তখন নবীজি গিরগিটের দিকে তাকিয়ে বললেন, “হে গিরগিট।“
গিরগিট জীবিত হয়ে চোখ খুললো।জানোয়ার কথা বলতে পারেনা কিন্তু গিরগিট আরবি ভাষায় উচ্চস্বরে বলল, “লাব্বাইক, আমার ভাগ্য জেগে উঠেছে। কিয়ামতের দিনকে জিনি সুন্দর করবেন। আপনি বলুন, আমার কি করতে হবে?”
নবীজী (স.) বললেন, "তোর রব কে?"
গিরগিট বলল, "আমি তার সামনে মাথা নত করি যার আরশ আসমানে, যারা যুক্ত জমিনের উপর, যার রহমত জান্নাতে, যার আজাব জাহান্নাম, আমি সেই রবের বন্দীগী করি।"
নবীজি (স.) আবার প্রশ্ন করলেন, "আমি কে?"
গ্রাম্য লোকটি হতভম্ব হয়ে গেল। গিরগিট বলল, "আপনি রব্বুল আলামিনের রসূল (স.)। (সুবহানআল্লাহ)
গিরিগিটও মানে যে, শুধু রসূল (স.) মানলেই হবে না। যে বিষয়টি এই গিরিগিট জানে, মানুষ জানে না। গিরগিট বলল, "আপনি রব্বুল আলামিনের রসূল (স.), আখিরী রসূল (স.), আপনার পরে কোন নবী (স.) আসবে না।“
এই কথাটি গিরগিটও জানে কিন্তু কত লক্ষ মানুষদের শয়তান পথভ্রষ্ট করে দিয়েছে। মিথ্যা নবী দাবিদারদের অনুসারী হয়ে গিয়েছে। একটি মৃত গিরগিট স্বীকারোক্তি দিচ্ছে যে, নবীজির পর কোন নবী আসবে না, যে কেউ এই বিশ্বাস রাখবে যে, নবীজির পরে কোন নবী আসবে, সে দ্বায়রায়ে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। না তার নামাজ কবুল হবে, না তার রোজা কবুল হবে, না তার হজ্ব কবুল হবে, না তার অন্য কোন আমল কবুল হবে। নবীজি (স.) যে আখেরী নবী (স.) এটি একটি জানোয়ারও জানে।তিনি আখেরি নবী (স.) , তিনি আখেরি রসূল (স.)।নবীজি (স.) বলেন, “আমার পর ৩০ জন মিথ্যা নবুয়তের দাবিদাড়ি করবে, তারা সকলেই মিথ্যাবাদী হবে।যে তাদের ওপর ঈমান আনবে, সে দায়রায়ে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।“
এই একটি গিরগিট বলছে।গিলগিট বলে, "ইয়া রাসুলুল্লাহ (স.)! আপনি আখিরি নবি (স.), আপনার পর কোন নবী আসবে না।যে আপনার অনুসরণ করবে, সে সফল হয়ে যাবে।সে আপনাকে অনুসরণ করবে না, সে অসফল হয়ে যাবে।গ্রাম্য লোকটি হয়রান-পেরেশান হয়ে গিয়েছে।নবীজির গ্রাম্য লোকটিকে বলল, "এখন কি বল?"
গ্রাম্য লোকটি বলল, “এখনতো আপনি গিরগিটকেও কথা বলিয়ে দিয়েছেন, আপনার কালেমা পড়ে নিচ্ছি।“
No comments