নবীজির মৃত্যুর পূর্বের হৃদয় বিদারক মুহূর্তগুলো! - মাওলানা তারেক জামিল (বাংলা সাবটাইটেল সহ)
আপনি (স.) উম্মে সালমাকে (রাযি.) বলছেন, "আজকে একজন ফেরেশতা আসবে, যে এখন পর্যন্ত আসে নাই আমার সাথে দেখা করার জন্য।তুমি দরজার সামনে দাঁড়িয়ে যাও, যেন কেউ ভিতরে ঢুকতে না পারে।"
"হোসেন (রাযি.) কোথাও হতে খেলা করে এসেছেন।উম্মে সালমা (রাযি.) তাকে ভিতরে ঢুকতে নিষেধ করেছেন, এর মধ্যে লাফ দিয়ে ভিতরে চলে গেলেন।অল্প সময় পর, ভিতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ আসতে লাগলো।
No comments