মৃত্যুর পর কি হবে? - মাওলানা তারেক জামিল (বাংলা সাবটাইটেল সহ)

এটির উত্তরও আল্লাহ দিয়েছেন। মৃত্যুর পর কি হবে?

অনেকে বলে, "কিছুই হবে না, মৃত্যুর পর দেহ মাটির সাথে মিশে যাবে।"

কখনো কি কেও কবর থেকে বের হয়েছে?

এমনটি কি কখনো হয়েছে যে, পানামাতে কবর ভেঙ্গে কোন ব্যক্তি বের হয়ে এসেছে। আজ পর্যন্ত কেউ আসে নাই। আমরাও আসতে পারবো না। এমনকি আমাদের হাড্ডি গুড়ো গুড়ো হয়ে সুরমার মতো হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কে জীবিত করবে?

আস বিন ওয়াইল নবীজীর (.) নিকট আসলো একটি পুরাতন হাড্ডি। পুরতন হাড্ডিটি আঙ্গুল দ্বারা চাপ দেওয়ার ফলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল।  হাড্ডিটি গুঁড়ো ফু দেওয়ার ফলে বাতাসে উড়ে গেল। অতঃপর সে বলল, 'হে মুহাম্মদ (.)! আপনার রব কি তাকে জীবিত করবে?'

আল্লাহ তৎক্ষণাৎ আয়াত নাযিল করলেন। দেখো তাকে যাকে আমি নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। আজকে সে আমার সাথে ঝগড়া করছে। আমার কাছ থেকে দলিল চায়। আমাকে উদাহরন দেয়। আমাকে বলে, এই পুরাতন হাড্ডিকে কে জীবিত করবে?

বলুন আমার হাবিব (.) তাকে সে জীবিত করবে, যে তাকে বানিয়েছিল এবং সৃষ্টি করেছিল। সমস্ত মাখলুককে তিনি দেখছেন। আলো অন্ধকার তার কাছে বরাবর। জমিনের উপরে, জমিনের নিচ সমান। সমুদ্রের উপর সমুদ্রের নিচে বরাবর। ৮০০ মিটারের পর সমুদ্রের ভিতর সূর্যের আলো প্রবেশ করে না। ৮০০ মিটারের পর সমুদ্রের নিচে অন্ধকার। দুপুর ১২ টা, বাজে আকাশ পরিষ্কার, উজ্জল রৌদ্র উঠেছে কিন্তু সমুদ্রের নিচে অন্ধকার। দুপুর ১২ টা, বাজে আকাশ পরিষ্কার, উজ্জল রৌদ্র উঠেছে কিন্তু সমুদ্রের ৮০০ মিটারের নিচে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই আল্লাহ বিলিয়ন-ট্রিলিয়ন মাছকে সৃষ্টি করছে, মৃত্যু দিচ্ছে, রিজিক দিচ্ছে কিন্তু আল্লাহ প্রতিমুহূর্তে তার সমস্ত সৃষ্টির কি অবস্থা তিনি  অবগত রয়েছেন। এক জাররাও আল্লাহর নজর থেকে লুকাতে পারবেনা। যেখানে যেতে পারবে চলে যাও কিন্তু আল্লাহ টেনে নিয়ে তোমাকে তার সামনে দাঁড় করাবেন। তাহলে মৃত্যুর পর কি হবে?

আমি প্রত্যেক বিষয়ের উত্তর, কুরআন থেকে দিচ্ছি। মৃত্যুর পর কি হবে?

আমার রব বলেন, একটি হচ্ছে কোন ব্যক্তির মৃত্যু, অপরটি হচ্ছে সমস্ত কায়ানাতের মৃত্যু। এখন মৃত্যু দেই একজন একজন করে। একদিন এমন আসবে সবাইকে একসাথে মৃত্যু দিব।

সেটি কি?

অবশ্যই সেই দিন আসবে। সেই দিনকে কেউ আটকাতে পারবেনা। কিছু উঁচু, কিছু নিচু।

কিভাবে হবে?

জমিনে ভূমিকম্প হবে। পাহাড় কাঁপতে কাঁপতে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এমন একদিন আসবে। আসমান ফেটে যাবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে। সূর্য, তারা, জানোয়ার, সমুদ্র সমস্ত কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। সবকিছুর মৃত্যু আছে, একমাত্র আল্লাহ ছাড়া। সবাইকে মৃত্যু দেয়ার পর আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, "কে জীবিত আছে?"

আল্লাহ জানেন সবাই মারা গিয়েছে। জমিনের সবাই, আসমানের সবাই। চারজন ফেরেশতা জীবিত আছে। যারা আরশকে ধরে রেখেছিল। আল্লাহ জিজ্ঞেসা করবেন, "কে জীবিত আছে?"

মালাকুল মউত বলবে, "এই ফেরেশতারা জীবিত আছে।"

আল্লাহ বলবেন, "এই আরশের ফেরেশতাদের মৃত্যু দিয়ে দাও। সঙ্গে সঙ্গে তারা মরে যাবে।"

আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, "কে জীবিত আছে?"

আজরাইল (আ.) বলবে, "জিব্রাইল (আ.), ইসরাফিল (আ.), মিকাইল (আ.) আর আপনার এই গোলাম জীবিত আছে।"

আজরাইলকে (আ.) আল্লাহ বলবেন, "তাদেরকে মৃত্যু দিয়ে দাও।"

আল্লাহর আরশ বলবে, "ইয়া আল্লাহ! জিবরাঈল (আ.) মিকাঈলকে (আ.) বাঁচিয়ে নিন।"

আল্লাহ বলবেন, "চুপ হয়ে যাও, আমার আরশে নিচে সবাইকে মরতে হবে।"

এটা কি দুনিয়া?

কিসের জন্য ঈমানকে বিক্রি করছো?

কিসের জন্য মিথ্যা বলে পণ্য বিক্রি করছো?

কিসের জন্য সম্পর্কে ভাঙ্গন সৃষ্টি করছে?

কিসের জন্য ভাই ভাইয়ের সাথে ঝগড়া করছে?

কোন প্রতারণার পিছনে দৌড়াচ্ছে?

দুনিয়া প্রতারণার ঘর, মশার পাখা, মাকড়সার জাল। দুনিয়ার জীবনে প্রস্তুতি নাও, আখিরাতের জীবনের জন্য। আল্লাহর জিজ্ঞাসা করবেন, "কে জীবিত আছে?"

আজরাইল (আ.) উত্তর দিবেন, "ইসরাফিল (আ.) এবং আপনার এই গোলাম জীবিত আছে।"

ইসরাফিলের হাতে সেই সুর থাকবে যা সে  ফু দিতে থাকবে। আল্লাহ বলবেন, "ইসরাফিল মরে যাক।"

ইসরাফিল (আ.) মরে যাবে। ইসরাফিলের (আ.) হাতে যে শুরটি থাকবে  (যেমন ছাদের উপরে ফানুস ঝুলে থাকে) সেই ভাবেই সুরটি আরশের সাথে ঝুলে যাবে। "উপরে আল্লাহ আপনি আছেন, আর নিচে আমি।"

আল্লাহ বলবেন, "মরে যা, তুইও আমার একটি মাখলুক।"

মালাকুল মউত এমন একটি চিৎকার দিবে (যদি জমিন-আসমান থাকতো তাহলে ফেটে ধ্বংস হয়ে যেত) যার সাথে সাথে মালাকুল মউতও মরে যাবে। সবাইকে মৃত্যু দেওয়ার পর আল্লাহ বলবেন, "কেউ আছে আমার মুকাবলা করার মত, যদি থাকে তাহলে আসো।"

কে আসবে?

সবাই তো মরে গিয়েছে। অতঃপর আল্লাহ জমিন-আসমানকে ঝাকি দিবেন এবং বলবেন, "আমি বাদশা।"

অতঃপর আল্লাহ দ্বিতীয়বার ঝাকি দিবেন এবং বলবেন, "আমি হলাম কুদ্দুস, সালাম, মু'মিন।"

আল্লাহ তৃতীয়বার ঝাকি দিবেন। অতঃপর আল্লাহ বলবেন, "বাদশাহ কোথায়?

জালিম কোথায়?

অহংকারী কোথায়?

আজকে বাদশা কে?"

কেউ থাকলেতো উত্তর দিবে উত্তর দিবে। আল্লাহ নিজেই উত্তর দিবেন, "আজকে একাকী আমার বাদশাহ রয়েছে।"

No comments

Powered by Blogger.