স্পেন পুলিশের কি প্রতিক্রিয়া ছিল বয়ান শোনার পর? - মাওলানা তারেক জামিল (বাংলা সাবটাইটেল সহ)


স্পেনে অনেক বড় একটি হলে আমার বয়ান ছিলযেখানে পুরো বিশ্ব থেকে কোন স্কলার অথবা কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ আসলে সেখানে উনারা বক্তিতা প্রদান করেনসেখানে একটি সিস্টেম আছে যে, কোন বক্তা বক্তিতা করলে অটোমেটিক তার বক্তিতা স্প্যানিশে অনুবাদ হয়ে পুলিশের কাছে চলে যায়আমি সেখানে ওয়াজ করেছিগভীররাত্রে একসাথী এসে বললো, "এখানকার যে চিফ পুলিশ আছে অর্থাৎ ডি.আই.জি সে  আপনার সাথে দেখা করতে চায়

তো আমি বললাম, "ঠিক আছে দেখা করবো"

দুইদিন পর আমাদের সাক্ষাৎ হয়

সে বলতে লাগলো যে, "যে বয়ান আপনি করেছেন আমরা জীবনে কখনো শুনিনিআমরাতো সবার বক্তিতা শুনিআপনি ইসলাম পেশ করেছেন, আপনি মানবতা পেশ করেছেন"

 এটা অমুসলিম বলছে!

অমুসলিম!

"যদি প্রত্যেক বিদেশি স্কলার আপনার মত করে বয়ান করে, তাহলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে আমি আপনার কাছে দরখাস্ত করছি যে, বছরে দুইবার স্পেনে আসবেন"

আমি বললাম, "আমি ইনশাআল্লাহ বছরে দুইবার আসবো"

আপনি বছরে দুইবার আসুনআপনার বক্তিতার শুধু মুসলমানদের জন্য প্রয়োজনীয় তা নয় আমাদের দেশের জনগণেরও প্রয়োজন রয়েছে আপনার বক্তিতার

আমি কি ওয়াজ করেছি?

আখলাকযা আমি আপনাদের সামনে ওয়াজ করছিইবাদত কথা বলেছি, তারা বুঝে নাই নামাজের কথা বলেছি, তারা বুঝে নাইযখন আমি আখলাকের কথা বলি, মা' সাথে কিভাবে ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, পিতার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, বাচ্চাদের সাথে, প্রতিবেশীর সাথেউনারা আমার ওয়াজ শুনে হতভম্ব হয়ে গিয়েছেপৌনে এক ঘন্টা আমার সাথে বসেছিল

আমি সাথীদেরকে বললাম, "ছোট ছোট উপহার নিয়ে এসো, উনাদেরকে দিব"

উনাদেরকে বিদায় দেওয়ার আগে, আমি উনাদেরকে আতর উপহার দেই

আমি বললাম, "আমাদের নবীর (সাঃ) সুন্নত যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসত, উনি তাদেরকে উপহার দিতেনআমি আমার নবীর (সাঃ) সুন্নত অনুযায়ী আপনাকে উপহার দিচ্ছি

ওনারা তিনজন দাঁড়িয়ে গেলেনদাঁড়িয়ে আমার থেকে উপহারটা নিলেন

উনারা যখন চলে গেলেন, আমার সামনে নয় অপরজনকে বলে গেলেন যে, "আমরা আরো অনেক মুসলিম স্কলারদের সাক্ষাৎ করেছি, আমাদেরকে কেউ  এত পরিমাণ সম্মান দেয়নি যে, পরিমাণ সম্মান দিয়েছে আপনার এই সাথী

তাবলীগ ওয়ালারা আমাদেরকে শিখিয়েছেন সবাইকে সম্মান করার জন্য


No comments

Powered by Blogger.