আল্লামা রুমির (রহ) জীবন পরিবর্তনকারী ১১ উক্তি !! 😍🌺🕋



১. গতকাল আমি চতুর ছিলাম। তাই, আমি পুরো পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী। তাই, নিজেকে বদলে ফেলতে চাই।



২. যদি আলো থাকে তোমার হৃদয়ে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।



৩. যে মুহূর্তে তুমি তোমার ওপর পতিত সকল বাধা-বিপত্তিকে স্বীকার করে নিবে, তখন থেকেই গুপ্ত তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে।



৪. জীবনের অর্ধেক কাল কেটে যায় অন্যকে মুগ্ধ করার প্রচেষ্টায়;

আর বাকি অর্ধেক কাটে অন্যের দেওয়া দুশ্চিন্তার ভারে।




৫. প্রত্যেক হৃদয় একটি জানালা আছে।

তুমি তোমার নিজের হৃদয়ের জানালা দিয়ে অন্যেরটাও দেখতে পাবে।



৬. যখন তুমি ক্রোধের অবয়ব দেখতে পাও,

তার গভীরে লক্ষ করো,

সেথায় তুমি দম্বের অবয়ব দেখতে পাবে।



৭. যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন,

ধৈর্য ধরে বসে থাকো,

প্রভাতের সূর্য অতি শীঘ্রই আসছে।



৮. যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভিতরের আগুনকে খুঁজে না পাবে,

ততক্ষণ পর্যন্ত জীবনের বসন্তের পৌঁছাতে পারবে না।



৯. যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে নিয়ে কখনো ভাবতে যেওনা,

তাদের নিয়েই সব সময় আনন্দের সাগরে ডুবে থাকে যারা তোমায় পছন্দ করে।



১০. ভাল লোকের পরিচয় হচ্ছে তারা সব সময় অঙ্গীকার রক্ষা করে,

পক্ষান্তরে মন্দ লোকের অঙ্গীকার সবসময় অশান্তির কারণ হয়।



১১. প্রত্যেক ব্যক্তিকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে এবং প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্য তারণা অনুভব করে।

No comments

Powered by Blogger.