হযরত লোকমান (আঃ) তার আপন ছেলেকে দেওয়া ৮ টি উপদেশ !! 😍🥰❤️



১. বৎস ! তুমি এত মিষ্ট হবে না যে,

মানুষ তোমাকে গিলে ফেলবে।

আর এত তিক্ত হবে না যে,

মানুষ তোমাকে থুথুর মতো ফেলে দেয়।




২. বৎস
! যখন পেট ভরা থাকে, তখন খাবে না।
পেট ভরা অবস্থায় খাওয়ার চাইতে কুকুরকে দিয়ে দেওয়া ভালো।



৩. বৎস ! নিজের খানা আল্লাহভীরু লোকদের ব্যতীত কাওকে খাওয়াবে না।
আর নিজের কাজে আলেমগনের নিকট হইতে পরার্মশ নিয়ে করবে।



৪. বৎস ! মূর্খের সাথে বন্ধুত্ব করবে না।

এমন না হয় তাহার মূর্খতাসুলভ কথাবার্তা তোমার ভালো লাগতে আরম্ভ করে।

আর জ্ঞানী লোকের সহিত শত্রুতা করবে না।

এমন না হয় যে, সে তোমার দিক হতে মুখ ফিরিয়ে নিবে।



৫. বৎস ! তুমি যেদিন হতে দুনিয়াতে এসেছো,

প্রতিদিন আখেরাতের নিকটবর্তী হচ্ছো।



৬. বৎস ! ঋণ হতে নিজেকে হেফাজাত করো।

কেননা এটি দিনের বেলার অপমান এবং রাতের দুশ্চিন্তা।



৭. বৎস ! তুমি মোরগের থেকে বেশী অক্ষম হবে না।

সে তো শেষ রাতে জেগে চিৎকার শুরু করে দেয়,

আর তুমি নিজের বিছানায় পড়ে ঘুমাতে থাকো।



৮. বৎস ! গুরুত্ব সহকারে জানাযায় শরীক হবে
এবং

অহেতুক অনুষ্ঠানাদি শরীক হওয়া থেকে বাঁচে থাকবে।

No comments

Powered by Blogger.