জান্নাতি হুরদের নিয়ে তারিক জামিল সাহেবের অসাধারণ ওয়াজ? (বাংলা সাবটাইটেল সহ)


আল্লাহর কসম! মৃত্যু ছুটির নাম।যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন, তাহলে মৃত্যু ছুটির নাম।চিরস্থায়ী আবাসস্থলে চলে যাব।পিপাসাকে সহ্য করুন।অতঃপর আল্লাহ আপনাকে নিজের কুদরতি হাত দ্বারা পান করাবেন।আপনারা দুনিয়ার মদ ত্যাগ করুন, আল্লাহ আপনাদের জান্নাতী মদ পান করাবেন।আপনারা দুনিয়ার মধ্যে পাক-পবিত্র হয়ে থাকুন।আল্লাহ আপনাদের জান্নাতের সুদর্শনা, নেককার, সুন্দর মেয়েদের সাথে আপনাদের বিবাহ করাবেন।যাদেরকে মাটি দ্বারা তৈরি করা হয়নি মুশক, আম্বর, জাফরান ও কাফুর দ্বারা তৈরি করা হয়েছে।তারা কত লম্বা হবে?
তোমাদের বিল্ডিং থেকেও লম্বা হবে।তাদের উচ্চতা ১৩০ ফুট হবে।আম্মা হাওয়া (আ.) ও আব্বা আদমেরর (আ.) উচ্চতা ১৩০ ফুট ছিল।সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের উচ্চতা কমে গিয়েছে, পরবর্তীতে আরো উচ্চতা কমে যাবে মানুষের।জান্নাতে মেয়েদের উচ্চতা ১৩০ ফুট হবে।তোমাদের কেও আল্লাহ ১৩০ ফুটের উচ্চতা দান করবেন।লম্বা চুল সৌন্দর্যের অংশ।জান্নাতি হুরদের চুল কাঁধ পর্যন্ত লম্বা নয়, কোমর পর্যন্ত লম্বা নয়।মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত লম্বা হবে, ১৩০ ফুট লম্বা চুল হবে।যখন জান্নাতের হুর তার চুলের পাস পরিবর্তন করে তখন জান্নাতের মধ্যে কোটি কোটি সূর্য আলোকিত হতে শুরু করে, প্রত্যেক বাগান থেকে সূর্যের আলো বের হতে থাকে।যেমন স্টেজ সাজানো হয় না বিভিন্ন রং দ্বারা, তেমনি জান্নাতের হুরের চুল থেকে বিভিন্ন রং বের হবে, যা পুরো জান্নাতকে আলোকিত করে দিবে।জান্নাতের হুরের চুল এত সুন্দর হবে!
যদি সে সূর্যকে বৃদ্ধ আঙুলের ডগা দেখিয়ে দেয়, তাহলে সূর্য দেখা যাবে না।তাহলে চিন্তা করুন তার চেহারা কত সুন্দর হবে?
জান্নাত থেকে নূরের চমক আসবে।জান্নাতী জিজ্ঞাসা করবে, "এই নুর কোথা থেকে এসেছে?"
ফেরেশতারা বলবে, "এক মেয়ে তার স্বামীর সামনে হেসেছে তার দাঁত থেকে এই নূর বের হয়েছে।"
এখানে যে সকল ঈমানদার মহিলারা ওয়াজ শুনছেন, তারা হয়তোবা হতাশ হয়ে গিয়েছেন?
আল্লাহ ঈমানদার মহিলাকে জান্নাতের হুরদের থেকে সত্তর হাজার গুণ সৌন্দর্য দান করবেন।ঈমানদার মহিলাদের বিতর্ক হবে জান্নাতের হুরদের সাথে।জান্নাতের হুররা ঈমানদার মহিলাদের বলবে, “আমরা মৃত্যু দেখি নাই চিরদিন জীবিত থাকবো।আমরা বার্ধক্য দেখিনাই, সব সময় যৌবন থাকবে আমাদের।আমরা কখনো ঝগড়া করি নাই, সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকি।আমরা কখনও সঙ্গ ছাড়ি নাই, সর্বদা সঙ্গ দেই।“
এই চারটি গুণ ঈমানদারদের মহিলাদের নেই, যৌবন বয়সেও চিরদিন থাকে না, বার্ধক্য আসে।মৃত্যুও হয়, রাগান্বিত হয়, মৃত্যুর সাথে সাথে সঙ্গও ছেড়ে দেয়।এর উত্তরে মুমিনা মহিলারা কি বলবে?
আমরা নামাজ পড়েছি, তোমরা পরো নাই।আমরা রোজা রেখেছি, তোমরা রাখো নাই।আমরা দান-সদকা করেছি, তোমরা করো নাই।হযরত আয়েশা বলেন, "জান্নাতের হুরদের উপর ঈমানদার মহিলাদের প্রভাব বিস্তার হয়ে যাবে।"
দুনিয়াতে মহিলারা পুরুষদের ওপর প্রভাব বিস্তার করে, জান্নাতে মহিলারা হুরদের উপর প্রভাব বিস্তার করবে।তোমাদেরকে একটি আজীব হাদিস শোনাবো?
সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে!
নামাজ?
না।
রোজা?
না।
হজ?
না।
যাকাত?
না।
তাবলীগ?
না।
জিহাদ?
না।
জ্ঞান অর্জন?
না।
তাহাজ্জুদ?
না।
তাহলে কি?
সর্বপ্রথম আপনার আপনার স্তীর সাথে ব্যাবহারের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম স্তীর তার স্বামীর সাথে ব্যাবহারের হিসাব নেওয়া হবে।

No comments

Powered by Blogger.