ইসলামে তাবলীগের প্রয়োজনীয়তা কতটুকু? - মাওলানা তারেক জামিল (বাংলা সাবটাইটেল সহ)
আমি পেশাবার গিয়েছি জামাতে।এখানে একজন উকিল সাহেব আছে, তিনি তাবলীগ ওয়ালাদের অনেক গালি দেন। তাদের চেহারা দেখতেই গালি দেওয়া শুরু করে দেন।তিনি আমার এলাকার লোক ছিল।আমি বললাম, "দেখা করাও তার সাথে। "
পিশাবারে থাকতো, ওকালতি করতো।সে আমার এলাকার ছিল।মিয়াচানে নামে ছোট শহরে সে থাকতো।আমি তাঁর পাশের একটি ছোট শহর থাকতাম।যখন আমরা তার বাড়ীর দরজার সামনে গিয়ে নক করলাম, তখন তিনি দরজা খুলে গালি দেওয়া শুরু করে দিলেন।মহাল্লার লোকদের বললো, "আমি তোমাদের কতবার বলেছি, তাবলীগ ওয়ালাদের আমার বাড়িতে নিয়ে আসবে না।"
No comments