তারিক জামিল সাহেবের ছেলের যুবকদের উদ্দেশ্যে উপদেশ !! - মাওলানা ইউসুফ জামিল (বাংলা সাবটাইটেল সহ)


আমরা এই বিষয়ে অবগত যে, ইতিবাচক (ভালো) চরিত্রের অধিকারীরা আমাদের আকর্ষণ করে।এবং খারাপ চরিত্রের অধিকারীদের আমরা ঘৃণা করি।এখন আপনারা আমাকে বলুন, আমাদের জন্য হিরো হয়ে জীবনযাপন করা ভালো হবে, নাকি ভিলেন হয়ে জীবনযাপন করা ভালো হবে?
যা আমার মনে হয়েছে, যা আমি অনুভব করেছি তা বলছি, এই প্রতিষ্ঠানটি যে বানিয়েছে, সে চেয়েছে যে এ প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন করে যারা বের হবে তার যেন সমাজের হিরো হন।হিরো কেন হবে?
কারণ হচ্ছে হিরো উত্তম চরিত্রের অধিকারী হয়।হিরো কি হয়?
ভিলেন কেন হবে না?
কারণ ভিলেন খারাপ চরিত্রের অধিকারী হয়।যে কারণে আমি তার নাম নিচ্ছি না বারবার, আপনারা মনে করবেন যে আমি আমার আব্বার দিকে দাওয়াত দিচ্ছি, ব্যক্তিবিশেষের দিকে দাওয়াত দিচ্ছি।আল্লাহর কসম! আমি ব্যক্তিবিশেষের দিকে দাওয়াত দিচ্ছি না।আমি এখনো তার নামও নেইনি।আমি শুধু একটি দৃষ্টিভঙ্গির কথা বলছি।সেই দৃষ্টিভঙ্গি আমি তার সাথে সময় কাটিয়ে শিখেছি।৮-৯ বছর তার সাথে অবস্থান করার পর এই দৃষ্টিভঙ্গি বুঝেছি।অতঃপর আমি বুঝতে পারি, এই ব্যক্তি কি ভেবে এই প্রতিষ্ঠানটি বানিয়েছিল।আল্লাহ করুক আমার প্রতিষ্ঠান প্রত্যেক বাচ্চা এই সমাজের হিরো হয়(অর্থাৎ সমাজের উন্নয়নের জন্য কাজ করে)।আমি যা বলতে চাচ্ছি তা একটু বোঝার চেষ্টা করুন।আপনারা আমাকে বলুন?
আমরা বলি আমরা আলেম, আমরা মাদ্রাসাওয়ালা, আমরা তাবলীগওয়ালা, আমরা দ্বীনওয়ালা আমরা যদি কখনো এটি চিন্তা করে দেখি আমাদের সমাজের জন্য কি দায় দায়িত্ব রয়েছে একজন আলেম হিসাবে।আমাদের সমাজের জন্য কি দায় দায়িত্ব রয়েছে?
নিজেকে নিজে বিশ্লেষণ করুন, নিজের নিরীক্ষা নিজেই করুন।নিজেকে নিজে চেক করুন, কোথায় যাচ্ছি আমি?
আমাদের সমাজের জন্য কি দায়িত্ব রয়েছে?
আমাদের জীবন যাপন করতে যা প্রয়োজন, আমি সেগুলোই বলছি এছাড়া অন্য কিছু বলছি না।আমাদের পক্ষ থেকে অনেক বেশি নেগেটিভিটি ছড়ানো হচ্ছে।আপনারা কি এটা চিন্তা করেন যে, আমরা নেগেটিভিটি ছড়িয়ে সমাজের মধ্যে হিরো হয়ে যাব?
নেগেটিভিটি ছড়িয়ে আল্লাহর নজরে হিরো হয়ে যাব?
এইরকম হতে পারে?
এটা সম্ভব নয়।আমার দ্বারা সমাজে নেগেটিভিটি ছড়াচ্ছে, আর এরপর আমি বলছি যে, সমাজ আমাকে মূল্যায়ন করবে?
তখন আমার কাজের দ্বারা সমাজের কোন উপকার হবে না।

No comments

Powered by Blogger.