সুইজারল্যান্ডে আত্মহত্যা করা কেন আইনগত ভাবে বৈধ? - মাওলানা তারেক জামিল (বাংলা সাবটাইটেল সহ)


সুইজারল্যান্ডে আমি দুই-তিন বার গিয়েছি।পৃথিবীর অন্যতম সুন্দর দেশ।সেখানে একজনও গরীব নেই, সবাই ধনী।এত সুন্দর করে তারা তাদের দেশকে সাজিয়েছে।সেই দেশে আত্মহত্যা করা আইনগত ভাবে বৈধ।যদি আপনি সেখানে দরখাস্ত দেন যে, আপনি আত্মহত্যা করতে চান!
তাহলে তারা আপনাকে বিষ দিয়ে মৃত্যুর ঘুম পাড়িয়ে দিবে।দেশ সুন্দর, মানুষ সুন্দর, পরিবেশ সুন্দর, বাড়ির সুন্দর, বাহন সুন্দর, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন।আমার আসতে বিলম্ব হওয়ার জন্য, আমি ক্ষমা চাচ্ছি।আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা ভালো নয়।তাদের সবকিছু উন্নত থাকার পরও, কেন সেখানে আত্মহত্যা করা আইনগত ভাবে বৈধ?
সেখানকার গভারমেন্ট বলে, "তুমি আত্মহত্যা করতে চাও?
তাহলে এসে পরো আমরা তোমাকে বিষ দিয়ে মেরে ফেলবো।"
কারণ হচ্ছে, তাদের কাছে এই বিষয়ের জ্ঞান নেই যে, জীবন কিভাবে সুন্দর হয়।যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার কাছে এই জ্ঞান এই বিষয়ে জ্ঞান রয়েছে যে, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে?
অতঃপর তিনি তাঁর এই জ্ঞান তার হাবিবের (স.) কাছে হস্তান্তর করেছেন। এ ছাড়া কাউকে তিনি তার এই জ্ঞান দেননি। জীবন জিনিসপত্রের নাম নয়, জীবন অনুভূতি নাম। যখন অনুভূতির ওপর আঘাত পড়ে, তখন জীবন অন্ধকার হয়ে যায়। আর যখন মানুষ মনের আনন্দ অনুভব করে, ভালোবাসা অনুভব করে তখন মানুষের জীবন সুন্দর হয়ে যায়। অনুভূতিতে আঘাত ছোট গাড়ি থাকলে হয়না, খারাপ ব্যবহার করলে হয়। খারাপ আখলাক মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিপাতিত করে। উত্তম ব্যবহার ও উত্তম আখলাক মানুষের অন্ধকারাচ্ছন্ন জীবনকে, আলোকিত করে দেয়। এক ব্যক্তি ২০ তলা বিল্ডিংয়ে থাকে যদি তার সন্তান তার অবাধ্য হয়, কি মনে করেন, তার জীবনে কি আনন্দ থাকবে?
সেই বাড়িতে যে, মা থাকবে সে কি আনন্দিত হবে?
যদি স্বামী-স্ত্রী বেয়াদব হয়!
স্বামীও বেয়াদব, স্ত্রীও বেয়াদব। তখন তারা কি রোজ রয়ালে বসে শান্তি অনুভব করবে?
স্বর্ণের প্লেটে খাবার খেয়ে তারা কি আনন্দিত হতে পারবে?
ভাইদের মধ্যে যদি সম্পর্ক ভালো না হয়, স্বামী-স্ত্রীর মধ্যে যদি এই সম্পর্ক ভালো না হয়, পিতা-মাতা ও সন্তানের মধ্যে যদি সম্পর্ক ভালো না হয়, প্রতিবেশী-প্রতিবেশীর মধ্যে যদি সম্পর্ক ভালো না হয়, তাহলে জীবন জঙ্গলে পরিণত হয় আমার ভাই। আমার ভাই-বোনেরা জীবন অনুভূতির নাম। মানুষ আংটি দ্বারা শান্তি অনুভব করেনা, অলংকার দ্বারা শান্তি অনুভব করে না।মানুষের জীবনে আনন্দ আসে, উত্তম আখলাক দ্বারা। উত্তম আখলাক মানুষের জীবনের আগুনকে পানি দ্বারা নিভিয়ে দেয়।

No comments

Powered by Blogger.