পারলে একবার হলেও সবাইকে এই ভিডিওটা দেখাতাম !! - মাওলানা তারেক জামিল (বাংলা সাবটাইটেল সহ)


রাসূলুল্লাহ (স.) সবাইকে বিদায় করে দিলেন। জিব্রাইল (আ.) এসে বললেন, "ইয়া রাসূলুল্লাহ! মৃত্যুর ফেরেশতা দরজায় সামনে দাড়িয়ে আছে, ভিতরে আসার অনুমতি চাচ্ছে।"
হ্যাঁ, যেখানে মৃত্যু জিজ্ঞাসা করে যায়।কোন ব্যক্তিকে ভুলে গিয়েছেন, সামান্য পাউন্ডের পিছনে। যেখানে মৃত্যু জিজ্ঞাসা করে যায়।
নবীজি (স.) ভিতরে আসার জন্য অনুমতি দিলেন। মৃত্যুর ফেরেশতা  ভিতরে আসলেন অতঃপর বললেন, "আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ! সালাম পেশ করছি।আমি আজ পর্যন্ত কাউকে সালাম দেইনি।আপনি প্রথম ব্যক্তি যাকে আমি সালাম দিচ্ছি।আমি আজ পর্যন্ত কাউকে সালাম দেইনি ইয়া রাসুলুল্লাহ।"
আল্লাহ বলেছেন, "জিজ্ঞাসা করে ভিতরে যেও, জিজ্ঞাসা না করে যেও না।"
"ইয়া রাসূলুল্লাহ! আমাকে হুকুম দেয়া হয়েছে, আপনাকে জিজ্ঞাসা করার জন্য।আপনি যদি যেতে চান তাহলে নিয়ে যাব, আর যদি  থাকতে চান তাহলে আপনাকে রেখে যাব।"
তারেক জামিল কি কেউ জিজ্ঞাসা করবে?
আপনাকে কেউ জিজ্ঞাসা করবে?
জিজ্ঞাসা করা হচ্ছে!
মৃত্যু জিজ্ঞাসা করছে!
আসবো নাকি না?
নবীজি (স.) বললেন, "যদি আমি অনুমতি দিয়ে দেই আমার জান কবজ করবে?"
"হ্যাঁ, করবো।"
নবীজি (স.) জিব্রাইলের (আ.) দিকে তাকিয়ে বললেন, "কি বল?"
জিব্রাইল (আ.) আরজ করলো, "আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন।"
আমরা ভাই-বোনেরা, এইরকম মৃত্যু চাও আল্লাহর কাছে।যেন আল্লাহ খুশি হয়।এইরকম মৃত্যু না হয়, যেন পলাতক আসামি ধরা পড়েছে।হ্যান্ডকাপ লাগিয়ে জেলে নেওয়া নিয়ে যাওয়া হচ্ছে।
এইরকম মৃত্যু চাও, এই রকম ভাবে জীবন যাপন করো মৃত্যু আপনার জন্য শান্তির কারণ হয়, আল্লাহ খুশি হয়।সাদ বিন মুয়াজ  (রাযি.) বড় সাহাবী ছিলেন।যখন সা'আদ বিন মুয়াজ (রাযি.) এর ইন্তেকাল হয় আমার নবীজি (স.) ফরমান, "আজকে আল্লাহর আরশ আনন্দ উদযাপন করছে।"
এখান থেকে যাচ্ছে কিন্তু সেখানেতো পৌঁছাচ্ছে।সেখানে খুশি আর এখানে দুঃখ।আমার নবী (স.) বলেন, "আজকে আল্লাহর আরশ সা'আদ (রাযি.) যাওয়ার ফলে আনন্দ উদযাপন করছে।"
এরকম মৃত্যু চাও!
আল্লাহর আরশ আনন্দ উদযাপন করে, আল্লাহও খুশি হয়।

No comments

Powered by Blogger.