হতাশা থেকে মুক্তির উপায় !! - মাওলানা তারিক জামিল (বাংলা সাবটাইটেল সহ)
আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে কথা বলতে পারাটা বিশেষ কিছু।আপনারা জানেন, আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়।এবং প্রত্যেকটি সেই সকল সমস্যা সমাধানের চেষ্টা করি।আপনারা জানেন, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে প্রত্যেক সেমিস্টার, ট্রিমস্টার বা টার্ম শেষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, পরবর্তীতে উত্তীর্ণ হওয়ার জন্য।আপনার জীবনের অগ্রগতির সাথে সাথে পরীক্ষা গুলো আরো কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে এবং আপনি কিছু করা ছাড়া আর কোন কিছু অর্জন করতে পারবেন না।আমরা জানি, যে ব্যক্তি যে কাজের জন্য কঠোর পরিশ্রম করবে, সে অবশ্যই সে কাজে সফল করতে পারবে ইনশাআল্লাহ।আমাদের মধ্যে যারা ব্যর্থ হয়েছেন, কারণ তারা কঠোর পরিশ্রম করেননি।কিংবা তারা বুঝতে পারেননি যে, পরীক্ষা আরো কঠিন হতে কঠিনতর হয়ে উঠবে সময় অতিবাহিত হবার সাথে সাথে।আমাদের দ্বীনের ক্ষেত্রে এরকম বিষয় রয়েছে যেখানে আমরা জীবনের উন্নতির সাথে সাথে আরো নানারকম পরীক্ষার সম্মুখীন হব।এবং সেগুলো আরো কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে মৃত্যুর আগ পর্যন্ত।নবীজি (স.) বলেছেন, “তোমার প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ না মৃত্যু তোমাকে অতিক্রম করে, তোমার প্রতিপালকের ইবাদত করো শেষ হওয়া পর্যন্ত।“
শেষ হওয়ার আগ পর্যন্ত ইবাদত করতে থাকুন, চালিয়ে যান, থেমে যাবেন না, বিরতি দিবেননা, হতাশ হবেন না, বরং উন্নতি করুন এবং নিজেকে আরো শক্তিশালী করে তুলুন।আপনি যদি কোরআনের আলো কিছু আয়াতের প্রতি দৃষ্টিপাত করেন তাহলে দেখবেন, আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন,
আপনারা জানেন, মুহাম্মদ (স.) জন্য আল্লাহর বাণীগুলো মানুষের নিকট পৌঁছে দেওয়া মোটেও সহজ কাজ ছিল না।এটি কঠিন ছিল এবং অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল তাকে কিন্তু তিনি তা চালিয়ে গিয়েছিলেন।অধ্যবসায়ের সাথে নবুয়তের পুরো 23 বছর দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছে।
সুবহানাআল্লাহ! সুবহানাআল্লাহ!
আল্লাহ সুবহানাতায়ালা সবাইকে প্রদান করেন তার ইচ্ছে অনুযায়ী, কিন্তু তার সাথে মানুষের চেষ্টাও সম্পর্কযুক্ত।যদি আমরা হঠাৎ হাল ছেড়ে দেই, তহলে আমরা কখনো জান্নাতে যেতেও সক্ষম হবো না।একজন মানুষের কথা কল্পনা করুন, যে কিনা ৭০ বছর ধরে নামাজ পরছে এবং হঠাৎ করে মৃত্যুর আগ মুহূর্তে নামাজ পড়া ছেড়ে দিল।এরকম মানুষের কথা হাদীসে উল্লেখ রয়েছে।রাসূলুল্লাহ (স.) বলেছেন, "একজন মানুষ আল্লাহর ইবাদত করবে অনেক বছর ধরে এবং মৃত্যুর আগ মুহূর্তে সে অবাধ্য হয়ে যাবে এবং সে কারণে সে জাহান্নামে যাবে।একজন মানুষ অবাধ্য হতে পারে দীর্ঘ সময় ধরে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পথে ফিরে আসবে, যার কারণে সে জান্নাতে যাবে।“
হাল ছেড়ে দেয়া কোন সমাধান নয় কেননা আপনি জানেন না যে আপনার জীবন কতখানি বাকি রয়েছে।উদাহরণস্বরূপ কল্পনা করুন একজন মানুষ একটি টানেল খুঁড়ছে, যখন টানেল খুঁড়া প্রায় শেষ পর্যায়ে তখন সে হাল ছেড়ে দিল।এটি চিন্তা করে যে, আমি জানিনা আর কতদিন লাগবে এটি শেষ করতে।যদি সেই কাজটি আরও মিনিটখানেক করতো তাহলে তার কাজটি শেষ হয়ে যেত।সুতরাং আপনাদের চালিয়ে যেতে হবে, আপনার সালাত পরিপূর্ণ করুন, আমল বৃদ্ধি করুন।কখনো এটা চিন্তা করবেন না যে, আপনার জীবন সহজ করতে চলছে।এইজন্য আমাদের আল্লাহর সাথে সম্পর্কের উন্নতি হবে।আমরা পৃথিবীর প্রকৃতি সম্বন্ধে বুঝতে পারবেন।তখন আমরা পরীক্ষার মধ্যে আনন্দ খুঁজে পাবো।কেননা আল্লাহর হুকুম পালন আমাদের আনন্দের কারণ হবে।আমার ভাই বোনেরা, আমি শুধু আপনাদের সফলাতার কথা বলছি না, আল্লাহ যেন আপনাদেরক আখেরাতেও সফল করে সেই কথা বলে সেই কথা বলছি আখিরাতের পরীক্ষার প্রস্তুতি কথা বলছি।এটি সহজ কাজ নয় কিন্তু আল্লাহর কাছে দোয়া করি এবং ক্ষমা প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের এই কাজটি সহজ করে দেন।একই সাথে অবিচ্ছিন্নভাবে প্রস্তুতি নিয়ে, আশা ছেড়ে না দিয়ে, কখনো হাল ছেড়ে না দিয়ে, না কখনো বলবো না, টাওয়েলটা ছুড়ে না ফেলে।আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব।আল্লাহ আমাদের উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিবেন।
No comments