যে আমলের কারলে স্বামী-স্ত্রী জান্নাতে একসঙ্গে থাকবে - মাওলানা তারেক জামিল (বাংলা সাবটাইটেল সহ)


সম্পর্কের প্রথম ভিত্তি হলো স্বামী স্ত্রী।এবং শেষ সম্পর্ক স্বামী-স্ত্রীর।কিন্তু আমাদের সমাজে স্বামী থেকে বেশি তার স্ত্রীর উপর অধিকার থাকে তার বাবা-মার।স্বামী থেকে বেশি বোনের অধিকার দেখায়।স্বামী থেকে বেশি তার আত্মীয়-স্বজন অধিকার দেখায়।সত্য-মিথ্যা অভিযোগ করে, স্ত্রীর সাথে মনোমালিন্য সৃষ্টি করে।কখনো স্ত্রীকে স্বামীর বিরোধী বানায়।তাদের মধ্যে ঝগড়া করিয়ে অতঃপর খুশি হয়।আমার নবীকে (স.)  প্রশ্ন করা হলো, "আপনি সবথেকে বেশি কাকে ভালবাসেন?"

No comments

Powered by Blogger.