নবীজি (স.) কি তার কবরে জীবিত আছেন? - মাওলানা তারেক জামিল (বাংলা সাবটাইটেল সহ)
ইবনে কাসির (রহ.) অনেক বড় জ্ঞানী ব্যক্তি, ইসলামী দুনিয়ার।তিনি একটি ঘটনা বর্ণনা করেছিলেন।আল্লামা আতাবি (রহ.) নবীজির (স.) কবরের পাশে বসে ছিলেন।এটি ইসলামের প্রথম দিকের ঘটনা, তখন এত বিধিনিষেধ ছিল না।একজন গ্রাম্য লোক আসলো।সে তার আটকে কবরস্থানের বাইরে দাঁড় করিয়ে, সে কবরস্থানের ভেতরে ঢুকলো।ভিতরে ঢুকে সে সালাম পেশ করলো, "আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ।"
সহি হাদিসে আছে, আম্বিয়ারা তাদের কবরের মধ্যে জীবিত থাকে।মৃত্যু সকল নবী ও রাসূলদের হয়েছে, মৃত্যু থেকে শুধু মাত্র পাক আল্লাহ।অতঃপর আল্লাহ তাদেরকে জিন্দেগী দিয়ে দেন শরীরের সঙ্গে।কিছু আলেমরা বলেন, “সেটা বারযাখী জীবন হয়।“
অধিকাংশ অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এটি যে, নবীরা কবরের মধ্যে জীবিত থাকে।গ্রাম্য লোকটি এসে সালাম পেশ করলো।অতঃপর সে বলল, "ইয়া রাসুলুল্লাহ আপনার রব বলেন, তার বান্দা যদি গুনাহ করে আপনার কাছে এসে পড়েন অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আপনি যদি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চান তাহলে আল্লাহ ক্ষমা করে দেন।আপনার কাছে আমার গুনাহের বোঝা নিয়ে এসেছি, আপনাকে সুপারিশদাতা বানাচ্ছি যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন।অতঃপর সে চারটি কবিতা পড়েছে।দুইটি কবিতা এখনো নবীজির (স.) রওজা মোবারকের দুই পিলারের মধ্যে লাগানো আছে।বাকি ২ টি বইয়ের মধ্যে লিখা আছে।হে সেই বরকতময় জাত যে, জমিনের ভিতরে গিয়েছেন সে জমিনও বরকতময় হয়ে গিয়েছে।আমার জান সেই কবরের ওপর কোরবান যেই কবরের উপর আপনি আরাম ফরমাচ্ছেন।এই দুইটি কবিতা নবীজির রওজার পিলারের মধ্যে লিখা আছে।বাকি দুটো কবিতা বলছি...
আপনি সেই ব্যক্তি যার সুপারিশের মাধ্যমে পুলসিরাত পার করা যাবে।আমি আপনার দুইজন সঙ্গী আবু বক্কর (রযি.) ও ওমর (রযি.) কেও কখনো ভুলতে পারবো না।কিয়ামত পর্যন্ত যতদিন কলম চলতে থাকবে, আমার সালাম যেন আপনাদের তিনজনের ওপর পৌঁছাতে থাকে যেন।কলমতো কখনো থামে না।বর্তমানেতো কলম অনেক চলছে।কম্পিউটারের এর মাধ্যমে কত লেখালেখি হচ্ছে।কি সুন্দর কবিতা পড়েছে!
আরবদের কবিতার উপর কোরবান যাই।ইরানের বাদশাহ জিজ্ঞাসা করেছিল, "আরবদের মধ্যে কি বিশেষত্ব রয়েছে?"
উমাইয়া বিন আবি সালত উত্তর দিল,
আমার সালাম পৌঁছাক আপনাদের তিনজনের ওপর যতদিন পর্যন্ত কিনা কলম চলতে থাকে।অতঃপর সে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল।আল্লামা আতাবি (রহ.) হঠাৎ করে ঘুমিয়ে গেলেন।তিনি স্বপ্নের মধ্যে দেখলেন নবীজী (স.) তাকে বলছে, "তাকে এই সুসংবাদ দিয়ে দাও যে, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।"
নবীজির (স.) অনেকগুলো মোজেজার মধ্যে এটি একটি মোজেজা যে, নবীজির (স.) কবর মওজুদ রয়েছে।অন্য কোন আম্বিয়ার কবরের ক্ষেত্রে কেউ শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবেনা যে, এটি সেই আম্বিয়ার কবর।ইব্রাহিম (আ.) এর কবর আছে, আরো অনেক আম্বিয়ার কবর রয়েছে ইরাকে, ফিলিস্তিনে কিন্তু কেউ শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবেনা যে, এটি তাদের কবর।শুধুমাত্র নবীজির (স.) কবর রয়েছে যার কবর সম্পর্কে আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটি তার কবর।আল্লাহ আমাদেরকে নবীজির (স.) উম্মত বানিয়েছেন।তিনি যেভাবে করতে বলেছেন, সেভাবে করতে থাকুন।
No comments