দুনিয়ার প্রতারণা থেকে কিভাবে বাঁচব? - সাঈদ আনোয়ার (বাংলা সাবটাইটেল সহ)
আমার প্রিয়রা, জুনায়েদ জামশেদের (রহ.) শেষ পরিণতি কি হয়েছিল তা আপনারা দেখে নিয়েছেন।পুরো পৃথিবীর লোকেরা তাকে স্কলার (আলেম) বলছে।সে কিভাবে স্কলার হলো?
নাচ-গান করা লোক।যেখানে আমরা তাকে দাফন করেছিলাম, সেখানে বড় বড় আলেমদের দাফন করা হয়েছিল।হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযি) বলেছেন, "জীবিতর কখনো অনুসরণ করবে না।"
হাজার হাজার মানুষ আমাকে অনুসরণ করছে, এটি ঠিক নয়।কারণ জানা নেই আমার শেষ পরিণতি কী হবে?
তাই সব সময় মৃত ব্যক্তিদের অনুসরণ করবে।আমি এবং জুনায়েদের বিজনেস পার্টনার সোহেল ছাড়া তার জানাযায় দাফন যারা করছিল তারা সকলেই প্রায় মাওলানা-মুফতি ছিল।এত সম্মান তিনি কেন পেয়েছিলেন?
আলেম মুফতিরা কে?
তারা নবীদের উত্তরাধিকারী।তারা কিয়ামতের দিন মানুষদের জন্য সুপারিশ করবে।তারা জুনায়েদের জানাজা দাফন করছিল।এত পরিমাণ সম্মান আল্লাহ তাকে দান করেছিল।সে কি দুনিয়ার জন্য এত সম্মান পেয়েছিল?
মোহাম্মদ ইউসুফ অমুসলিম।কালেমা পড়ে যখন মুসলমান হল, তার দুই-তিন বছর সে যে, মুসলমান হয়েছে সেটি লুকিয়ে রেখেছিল।আমাদের একটি সফল হয়েছিল সৌদির, আমি সেটি মিস করেছিলাম।সেই সৌদির সফরে যখন পাকিস্তান টিম ম্যাচ খেলার জন্য গেল তখন ম্যাচ ক্যানসেল হয়ে গিয়েছিল।ইউসুফ জানতে পারলো যে, সবাই কাবা শরিফ দেখতে যাচ্ছে।ইউসুফ রাশেদ লতিফকে বললো, "আমাকেও কাবা দেখিয়ে দাও, আমার স্ত্রী মুসলমান।"
সে বলল, "তোমার পাসপোর্টেতো অমুসলিম লিখা আছে।"
ইউসুফ বলল, "আমাকে মুসলমান বানিয়ে দাও।"
ইউসুফ মাওলানা তারিক জামিল সাহেবকে ফোন করিয়ে তার ইচ্ছের কথা বলল।আল্লাহ মাওলানা তারিক জামিল সাহেবকে জাযায়ে খায়ের দান করুন।মাওলানা তারিক জামিল সাহেব আরবদের বললেন, "সে আমার লোক, সে অনেক বড় ক্রিকেটার, তার পেপার বানাও, তাকে ওমরা করা।"
ইনজামাম আমাকে বলল...
আমাদের অন্তর দূষিত হয়ে যাওয়ার কারনে, আমরা তো নূর দেখতে পাই না।আমাদের অন্তত দূষিত।যে ব্যক্তি গোবরের ময়দানের মধ্যে বসে আছে, সে কি গোবরের গন্ধ পায়?
যে ব্যক্তি পারফিউমের দোকানের মধ্যে বসে আছে, সে কি পারফিউমের সুগন্ধ পায়?
ভেজা গাড়ি, গাড়ি থেকে গন্ধ আসছে।পাঁচ মিনিট বসলাম গাড়ি দুর্গন্ধ চলে গেল।আমরা আমাদের চোখ দিয়ে এইরকম হারাম কাজ দেখছি, যে কারণে আমরা কোন আল্লাহর গায়েবী নেজাম দেখতেই পাচ্ছি না।আল্লাহর গায়েবী নেজাম কিভাবে চলছে?
কিভাবে রিজিক আসছে?
অসুস্থতা কেন আসছে?
পেরেশানি কেন আসছে?
আমরা তো ভাবছি, সিকিউরিটি প্রবলেম।ভুল, সবই ভুল।আমাদের অন্তর এত পরিমান অন্ধকার হয়ে গিয়েছে যে, আমরা আল্লাহকে ছাড়া সবার থেকে সাহায্য চাচ্ছি।ডাক্তার এটা করে দিয়েছে, পুলিশ এটা করে দিয়েছে, সৈন্য এটা করে দিয়েছে।আমরা পুলিশ আর সৈন্যের উপর এত পরিমাণ বিশ্বাস করে ফেলেছি যে, আমাদের অন্তর থেকে ফেরেশতাদের একই বের হয়ে গিয়েছে।যে ফেরেশতা বলেও কিছু আছে?
আমরা কুকুরের উপর বিশ্বাস করি, কিন্তু আয়তন কুরসি উপর বিশ্বাস করিনা।আয়াতুল কুরসি থেকে হেফাজত হয়।মোহাম্মদ ইউসুফের হাত ইনজামাম ধরে ফেলল।মোহাম্মদ ইউসুফের স্ত্রীর হাত ইনজামামের স্ত্রী ধরে ফেলল।ইঞ্জামাম ইউসুফকে বলল, "ব্যক্তি প্রথমবার কাবার দিকে দেখে যে দোয়া করবে আল্লাহ তার দোয়াকে কবুল করে ফেলবেন।সাঈদ ভাই বলেছে যে দোয়াও কবুল হয়েছে।এটি হাদিসেও এসেছে।আমি যে দোয়া করেছিলাম সেই দোয়াও কবুল হয়েছে।"
ইউসুফ এভাবে মাথা নীচে করে রেখেছিল ইনজামাম তাকে বলল, "যখন কাবা আসবে তখন আমি তোমাকে বলবো, তুমি আমার জন্য অবশ্যই দোয়া করবে।"
আমাদের রাইমন্ডের মাওলানা ফাহিম সাহেব আমাদের বললেন, "ইমাম আবু হানিফা একটি দোয়া করতেন যে, আল্লাহ আমি যে দোয়া করি, সেই দোয়া যেন কবুল হয়ে যায়।তিনি ইমাম ছিলেন তোমরা ইমাম না, তাই তোমরা এই দোয়া করবে যে, আল্লাহ আমি এই সফরের মধ্যে যে সকল ভাল দোয়া করি সেই দোয়াগুলো যেন কবুল হয়।"
ইউসুফ এবং তার স্ত্রী যখন কাবাকে দেখল তারা এভাবে চিৎকার করে কান্না করা শুরু করে দিয়েছিল যে, আপনারা চিন্তাও করতে পারবেন না।কেন?
কারণ তারা নতুন নতুন মুসলমান হয়েছিল, তাদের অন্তর পাক-পবিত্র ছিল।তারা কাবার মধ্যে সেই নূর দেখেছিল, যেই নূর আমি আপনি দেখতে পারচ্ছি না।ইউসুফ ফিরে আসার পর বলল, "আমার ক্রিকেট যাক, জান যাক, যাই হোক আমি কালেমা অ্যানাউন্স করবো।"
সে এ বিষয়ে হাজী আব্দুল ওহাব সাহেবের (রহ.) সাথে পরামর্শ করল।
হাজী সাহেব বললেন, "এনাউন্স করে দাও।"
অতঃপর ইউসুফ কালেমা এনাউন্স করে দিল।ইউসুফ এত বড় ক্রিকেটার ছিল না মুসলমান হওয়ার পূর্বে, মুসলমান হওয়ার পর সে পাঁচ বছরে অসংখ্য ওয়ার্ল্ড রেকর্ড ভেঙ্গে দিয়েছিল।ব্রাডম্যান দুনিয়ার অন্যতম বিখ্যাত ক্রিকেটার, তার সম্ভবত দুইটি রেকর্ড ভেঙ্গে দিয়েছিল।উইল রিচ আট সে আমার ফেভারিট খেলোয়াড় ছিল, তারও একটি রেকর্ড ভেঙ্গে দিয়েছিল।সে পাঁচ বছরের মধ্যে এতগুলো রেকর্ড ভেঙ্গে দিয়েছিল যে, আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম।
No comments